শোকজ্বালা বাড়ে, অন্তর কাড়ে এক অচিন রমনী,
অবশ প্রাণে দারুণ জোয়ার, সুরে আনে রাগিণী !
তৃষাতুর রুপ, চঞ্চল খুব নয়নে মম গেথে,
মোর মন চায়, প্রাণ চায় কন্যারে পিঞ্জরে পেতে !
রুপের উপর ঐ দুই তিলক
ঝলকে ঝলকে কাড়িল পলক,
আমারে করিল চির ঋনী
এক অজানা দেশের মায়াবীনি ৷


হারার দেশে যাবার আগে
তোমায় দেবার কিছু স্বাদ জাগে ৷
তুমি পৃথিবীর সবথেকে বড় উপমা
সর্ব যুগের গর্ব তুমি সেরা সুন্দরী তমা ৷
না চাহি অলীক চাহনি,
না করিলাম ছলনা, মিথ্যা কাহিনি
তবু আমার আকুল হিয়ায় কভু তার জ্যোতি ভাসে,
তারে আমি খুজে পাব ব্যথিত ইতিহাসে ৷