চোখ ভরা অশ্রু কেন এই ক্ষণে
সর্বস্ব হারিয়েছি শেষ প্রেমরণে৷
কোন মহা পুরুষের ভাগ্যে
তুমি গেলা জুটে,
তোমার তরে দেহ মোন বাধা
আজি বুঝি যাবে টুটে৷
জগৎ আমাকে মহৎ বলে,
ভুলিয়া আমি খেলার ছলে
নিজেরে চিনতে করেছি দেরি,
তাই একি অন্ধকারে পড়েছি ঘেরি!
মনে পোড়লেই বক্ষ ফাটিয়া ওঠে,
নয়ন জল অঝর ধারায় ছোটে ৷
চোখ ভরা অশ্রু কেন এই ক্ষণে,
সৰ্বস্ব হারিয়েছি শেষ প্রেমরণে৷