ঘড়ির কাটা ফেরেনা কখনো পিছে,
আমি কেন পথ চেয়ে রই মিছে!
দৃষ্টি ফেলেছি সমুদ্রেরের নীলে
ব্যর্থ ও ক্লান্ত হয়ে ফিরে এলো সে,
ঢেউয়ের সাথে ভেসে আসা ঝিনুক,
সে আমারে চিনুক।
আমারও হৃদয়টা কম বড় নয়
মাঝখানে শুধু হয়েছিল ক্ষয়।