প্রণয় যখন সব ভেঙ্গেচুরে বাঁচার আশা করে তয়,
ব্যাথতূর ভাবুক হৃদয়ে যেবা আনে মমতা ৷
সেই ক্ষনে, সেই জনের অন্তর যে করে জয়,
তারে কয় কবিতা ৷


সত্য বাক্যে থরে থরে,
সাজানো যে কথা ৷
ভয়রে যেথায় চরণে বন্ধি করে,
তারে কয় কবিতা ৷


মনের কথা,জনের কথা যেথায় পায় প্রাণ,
সব বাধা ভেঙ্গে তরু কায়ঃ যেমন বায় লতা ৷
তেমন শব্দে দুঃশাসনের পাজড় ভাংতে সেথায় আহ্বান,
তারে কয় কবিতা ৷


খুন যদি আগুন হয় কটি বাক্য শুনে,
ক্ষয় নাই যার চিরবহতা ৷
আবার, মন যদি মলিন হয় কটি চরণে,
তারে কয় কবিতা ৷৷