শতাব্দীর শেষ দিকে তোমার সাথে হবে দেখা
আমাকে অস্বিকার করবে তোমার চোখ,
ততদিনে কপালে সাঁতটা ভাজ পড়বে
এক একটা ভাজের ভিতর এক যুগের দুরত্ব।
আমাকে তুমি বলবে,
আপনি আগের মতই আছেন
বদলাননি একটুও।
অথচ তুমি বদলে গেছো যতটুকু বদলানো যায়!
আমাকে তুমি বলবে,
আচ্ছা আমার সাথে যোগাযোগ রাখেননি কেন?
আপনি অনেক সার্থপর মানুষ।
এ যেন সামান্য আবদার
যেমন করে এক তৃষ্ণার্ত পথিক
এক কোষ জলের জন্য জলদেবতার কাছে অাবদার করে।
শতাব্দীর শেষ দিকে তোমার সাথে হবে দেখা,
আমায় দেখে দু-ফোটা জল
চোখের কোনে দেবে উকি,
তুমি কি বুঝবে সেদিন?
আমার মত এতো দুঃখী
কম মানুষই হয়।
হটাৎ করে মেট্রো রেল ছুটে আসবে তোমায় নিতে
ভালোই হলো
তুমি হয়তো কথায় কথায়
ফিরে যেতে সেই অতীতে!
চলে যাবে বিদায় বলে
দাড়িয়ে থাকবো একা
শতাব্দীর শেষ দিকে তোমার সাথে শেষ দেখা।