কত কষ্ট জমাতে পারি দেখি!
মৃত রাতের সাথে চোখের ভুল বুঝাবুঝি
কত দিন চলবে এভাবে কে জানে?
ক্ষুধায় তৃষ্ণায়
জমানো চর্বি আর রক্ত খেয়ে
কতদিন বাচা যায় দেখতে চাই।
প্রিয় মুখ কেন চোখে ভাসে না?
তবে কি সে স্মৃতি হয়ে গেছে?
ধরিনি অন্য কারো হাত,
মিলাইনি কাধ অন্য কারো সাথে।
চুমুক দেইনি অন্য কারো আধখাওয়া চায়ের কাপে,
এখন সে নেই!
একেই বলে বুঝি কষ্ট,
একেই বলে বুঝি স্মৃতি।