নিজেকে রেখেছি গোপন
ক্ষয়ে যাওয়া বুকে তাই
দুঃখই করি অামৃত্যু রোপন।
কেউ না জানুক কেউ না বুঝুক
কতটা গ্লানি অার কত বৈমুখ
বিস্বাদের সাথে কতটা হেটেছি পথ।
ইচ্ছে করেই ইচ্ছে করিনি
ধরা যে দিল তাকে ধরিনি,
অাধারের ভিতর লুকাই অামি
অাধার লুকায় অামার ভিতর
বেলা শেষে ক্লান্ত হয় চোখ
তারপর চলে শোকের উৎসব,
এভাবেই দিন যায় রাত যায়
অামি একদিন ঠিক পৌছে যাব
নাম না জানা অসীম শুণ্যতায়।
তারপর যদি ফিরি কোনোদিন
সুখ হয়ে ফিরবো
বাসর রাত হয়ে ফেরার খুব ইচ্ছে অামার
কান্না হবার ইচ্ছে অামার নেই
যদি হইও, প্রসবের তিথিতে হবো
জানি এই কান্নায় সুখের তৃপ্তি অাছে।
শ্রমিকের ছুটি হয়ে জন্ম নিলে অাপত্তি নেই
প্রেমিকার অাবদার হয়ে জন্ম না নিলেই হলো।
যদি ভুলেও মানুষ হই
হয়তো অাবারো অমানুষ হয়ে যাব।