অামার কি জাত অাছে ভাই!
অামি যে কাজ করে খাই,
বড় বড় ইমারতে থাকে যারা
ইজ্জত সব কিনে নিয়েছে তারা।


অামি তো শ্রমিক দিনমজুর
তিন বেলা ডাকি সাহেব হুজুর,
গালি খাই একটু করলে ভুল
তুচ্ছ অপরাধে মস্ত হুরুস্তুল।


তারা তো মানুষ, অামরা কি তবে অন্য!
সামান্য সহানুভূতি পাইনা কিসের জন্য?
কেন এতো দম্ভ রে ভাই
এসো ধনি গরিব এক হয়ে যাই।


চাই না কিছু অার,
এতে হবেনা তোমার অসম্মান হবেনা হার।
অামি কাজ করি পেটের দায়ে
তুমিও তো করো সজ্জিত অফির ঘরে।
অামিও করি যা
তুমিও করো তা,
ক'দিনের দুনিয়ায় নিজেরে ভেবোনা দামি জীব,
অামারও সম্মান অাছে হয়তো অামি গরিব।