যার উর্বর সারা অঙ্গ
এতো রুপ তার! কি জানি অাছে কার?
তবুও তোমার করুণা চায়
চায় যে তোমার সঙ্গ।
অভিমান তার সত্যিকারের মানায়
চির যৌবনা তবু তোমার পথ চেয়ে বসে অাছে,
মেঘ তুমি কি পারনা ছুতে তার দেহ?
বৃষ্টি হয়ে ঝরতে কানায় কানায়।
দ্যাখো গগন হতে চেয়ে
বীজ নিয়ে অপেক্ষায় নিরুপায় চাষি, কত অাশা তার
এসে সিক্ত কর ভূমি,
তার সাধনা পূর্ণ হবে তোমায় কাছে পেয়ে।
ফসলের মাঠ হয়ে অাছে চৌচির
এখনই বৃষ্টি তোমায় দরকার।
তোমার জন্য কৃষকেরা বেধে বুক
হয়ে অাছে অস্থির।
নদীকে কর অারো রুপবতী
স্রোতহীন তটিনী তোমার সকাশে,
মোরে দিয়ে বার্তা পাঠায়, হে কিংবদন্তী
এতে তোমার হবেনা সামান্য ক্ষতি।
অরণ্য হয়ে অাছে ব্যাকুল
পাতা ঝরে যাচ্ছে শিমুল গাছের!
তোমার অাগমনের বার্তা পেলেই
অাবার গজাবে পাতা, ফুটবে ফুল।
ডোবার ব্যাঙ চিৎকার করে মরে তোমার পানে দৃষ্টি
তুমি এলে তাই ফিরে পাবে প্রাণ।
জানি তুমি এতো নির্দয় নও, তাই
ভূমি পরে নেমে এসো বৃষ্টি।