নির্লজ্জ আঁখি, একবার কাঁপিয়া
কাঁশবনের ফাঁক ছাপিয়া
রঞ্জিত চাহনি পেতে,
কূলহারা লালসায় মেতে
লুটে পুটে দেখে ভেজা কাঁয় রমনীর রূপ !
মৃদু হাসি হাসিয়া, আঁখি থাকে চুপ ৷


নির্লজ্জ আঁখি, বিধবার পানে রাখিয়া
সর্বাঙ্গে দংশিল ক্ষুধাতুর থাকিয়া,
সে কি উন্মাদ চাহনি, উৎসুক ঊকিঁ !
তুচ্ছ করে সব কলঙ্কের ঝুঁকি ৷


নির্লজ্জ আঁখি, পরের প্রিয়া দেখে অকারণ
মানেনা স্পর্ধা, মনের বারণ ৷
এ ধরায় যা কিছু সুন্দর বিরাজে
হোক সেটা যাহারি মাঝে,
রাখতে চায় না কিছুই বাকি
সব চায় দেখিতে, এই নির্লজ্জ আঁখি !