অামি ক্রুদ্ধ, অামি চৌত্রের হা হা কার,
অামি অামি ছিনতে এসেছি ভাষার অধিকার।
অামি দুষ্ট অলিকের জ্বালা,
অামি করতে এসেছি অসত্য ফালাফালা।
অামি পল্লবে পল্লবে সূর্যের কিরণ,
অামি, শহীদ বীরের তোরণ।
অামি ভিজতে দেখেছি বাংলা রক্তে,
দেখেছি একুশ তারিখ যোহরের অক্তে।
অামি বক্ষ ফাঁটা তৃষ্ণার্ত ভাষার ক্রন্দন,
অামি ঝাঁপসা চোঁখে একটিবার দেখতে চেয়েছি মায়ের বদন।
অামি অস্র ছাড়া তরুণ যোদ্ধা,
খালি পায়ে হাঁটা লাখো বাঙালির শ্রদ্ধা।
অামি শহিদমিনার
অামি শহিদমিনার