আমি কাঁটার আঘাতে খুজেছি সুখ,
যদি নাইবা পেলাম ফুল ৷
প্রেমের প্রীড়ায় এমনই স্বাদ,
মেটেনা তৃষা একবার করে ভুল ৷


মরণ যতটা কাছে,
পোড়া মাটি যত লাল ৷
ঘাসের উপর শিশির পড়ে,
সিক্ত থাকে যতটা কাল ৷


ততটুকু আশাও দাওনি আমায়,
তবুও তোমার সদিচ্ছা চাহি ৷
আমার প্রাণ যে তোমারে সপেছি,
সে তো আমার মাঝে নাহি ৷


ঝড়ের শেষে পাখি এসে,
খুজে না পেয়ে বাসা ৷
ছটফট করে ! তবুও সে গড়ে নতুন নীড়,
করে বাঁচার আশা ৷


তোমার হৃদয়ে তাই আমি না পেয়ে ঠাই,
সুখের গীত গাই এমনো কু-ক্ষণে ৷
জানি সেদিনই তুমি আমার হবে,
এ গানের বাণ লাগবে যেদিন মনে ৷