জ্ঞান অর্জনে রাখিসনি ফাঁকফোকর,
সংসার মাঝে সেটা যদি নাইবা আসে কাজে
তোর অাবুজেহেলের মতো গোমরাহী বিরাজে
জ্ঞানী নস তুই, শিক্ষিত বড়জোর ৷
মেঘের সাথে নিলাম আড়ি,
পাড়ি দিতে পারি নীল আসমান
যেথায় আসমানী পরী করে নৃত্য করে গান
সেথায় আমিও উড়তে পারি দিগন্ত ছাড়ি ৷
কেননা, আমি স্বাধীন, আমি মুক্ত
আমি জন্মমাত্র পেয়েছি দায়িত্ব এক,
পসারিয়া দিব বাহু দেশের তরে যেভাবেই হোক
আমি ভয় হীন এক শপথের সাথে যুক্ত ৷