এতো বৃষ্টি
তবুও হৃদয়টা খাঁ খাঁ করে!
কেঁপে ওঠে ঘুম ভাঙ্গা শীতল দীর্ঘশ্বাস,
মুখ লুকিয়ে নেয় প্রিয় মুখ
যারে অামি করেছি অাজন্ম বিশ্বাস।
এতো বৃষ্টি,
তবুও লুকাতে পারি না জল
ছায়া করে অবরোধ নিজের সাথে,
হারিয়েছি অাস্থা শেষ সম্বল।
অাধার করেছে সারথী তার
মৃত্যু অবধী এ নিয়তি অামার।
এতো বৃষ্টি,
তবুও অামি তৃষ্ণার্ত মরুর মত
অামারই বুকে দুঃখ লুকাই অবিরত।
কোন এক নিজস্ব মেঘের খোজে
অাজিবন অাকাশের পানে মুখ চেয়ে বসে থাকি,
এতো বৃষ্টি তবুও অামি রোদ্দুর গাঁয় মাখি।