তুমি যদি যৌবন হও,
              তবে অামি হবো তার জৌলুস
তুমি যদি কুয়াশা হও,
              তবে অামি হবো ভরা পৌষ।
তুমি যদি কবরী হও,
              তবে অামি ঠিক তার মালা,
তুমি যদি বাহু হও,
              তবে অামি তারি হাতে কনক বালা।
তুমি যদি নয়ন হও,
              তবে অামি হবো তার দৃষ্টি
তুমি যদি বারিদ হও,
              তবে অামি হবো ঝরা বৃষ্টি।
তুমি যদি সিন্ধু হও,
              তবে অামি ঠিক তার তীর
তুমি যদি ককিল হও,
             তবে অামি হই তার নীর।
তুমি যদি বীনা হও,
             তবে অামি হই তার সুর
তুমি যদি ঐ পথ হও,
             তবে অামি হই তার দুর।
তুমি যদি পুষ্প হও,
             তবে অামি হব তার গন্ধ
তুমি যদি গগন হও,
             তবে অামি হবো ঠিক চন্দ্র।