কেমন নিশীথে এসেছো বন্ধু
গগনে ফোটেনি শশী ৷
এই শুভক্ষণ জানাজানি হলে
তুমি আমি হব দোষী ৷
সর্পে যারে ধংশন করে
তার যায় শুধু জান ৷
পিরিতের ধংশনে লোকে
লুটে নিয়ে যায় মান ৷
,
কেমন গান শুনালেন বন্ধু
এই নির্জনে যদি হই দিশেহারা ৷
গানের সুরে আসমান জুড়ে
দেখ নৃত্য করছে তাঁরা ৷
কেমন ভালবেসেছো বন্ধু
দিয়েছো কেমন পরশ ৷
এ জনম তো করেছো ধন্য
শত জনম পরেও পাব এ হরষ ৷