আমি ভুলে যাই যখন দেখি,
তোমার অগ্নি দীক্ষিত চোঁখ আমার সম্মুখে ৷
আমি অপারগ, পারিনা বলতে
যখন তুমি আমার কাছে আসো,
আরো কাছে ৷


আমি চেয়ে থাকি আর অপেক্ষা করি,
কখন তোমার হাসিমুখে কথামৃত
ইন্দ্রধনুর ন্যায় উর্দ্ধগগণে প্রতিফলিত হয় ৷
যখন,তুমি গুটি গুটি পায়ে হাঁটো
আমি অনুভব করি,
তোমার নূপুরের ঝংকারে
আমার আকাশে, বাতাসে, পোলাপের পাপড়িতে
লেগে আছে সুরের মুছূর্না ৷


যখন রাত নামে, অমানিশা অন্ধকার !
আমি পথ দেখি,
তোমার চন্দ্রমুখ যখন চোখে ভাসে ৷
আমি নির্ভীক, যখন দেখি
তোমার স্নেহসুধা শ্যামাঙ্গী
আমায় হরিণচপল করে অনুক্ষণ ৷