শ্রাবনের কান্না মাঝ পথে থেমে আছে,
রাগগুলো গুড়ো হয়ে উড়ে গেছে সব ৷
হয়নি ঝড় তবু ভেঙেছে কুটির,
বিশ্বাস কর! দেখে তোমার লুপ্ত অবয়ব ৷
কিছু রেখে দিও তোমার কাছে
সইতে পারবনা প্রেমের প্রহার এতোখানি ৷
ঐ নয়ন জোড়া আমায় ছুঁলেই,
পাজড় ভেঙ্গে যাবে জানি ৷
মুক্তা ছাড়া যে ঝিনুক পড়ে থাকে সিন্ধু তীরে
খালি পায়ে কুড়াব কথা দিলাম ৷
সে ঝিনুক মালাগেথে গ্রিবায় জড়ালে,
বুঝবে তোমায় কত ভালোবেসেছিলাম ৷