মধ্যবিত্ত ঘরের ছেলের পথ বড়ই কঠিন,
স্বপ্নগুলো যেন হয় পাহাড়ের মত ঋণ।
কাঁচা ইটের ঘরে, বাঁশের বেড়ার কোণে,
তার জীবনের গল্প লেখা দুঃখের শিকড়ে।
স্বপ্ন দেখে সে একদিন হবে আলো,
অন্ধকারে জ্বালাবে নিজের দীপের ভালো।
সংসারের চাপ, বাবার ক্লান্ত হাত,
তার মনের ভেতর লুকিয়ে হাজার কথার বাত।
স্কুলের বইয়ে লেখা ছিল মুক্তির পথ,
তবু দারিদ্র্য এসে বাঁধে তার হাতের গতি।
পরীক্ষার খাতায় লিখেছিল সে তার আশা,
জীবনের দাগ মুছতে চেয়েছিল ভালোবাসা।
কলেজের পথে পা বাড়ানো হল দেরি,
তবুও মনের শক্তি রাখল তার থেমে নেই।
কোচিংয়ের ফি জোগাতে করল রাতের কাজ,
শুধু স্বপ্নের জোরে পেরোল যত বাঁধার রেজ।
দিন রাতের পরিশ্রমে গড়ল নিজের ঠিকানা,
মায়ের চোখে তখন জল, বাবার হাসি দানা।
নিজের জন্য নয়, সে গড়তে চায় দেশ,
মধ্যবিত্তের গল্পে জাগে সাফল্যের শেষ।
আজ সে বড় অফিসার, সমাজের মান,
তবু ভুলে না সে তার ছোট্ট ঘরের ধান।
যে মা বাবার হাতে ছিল সংগ্রামের পাপড়ি,
তাদের জন্য এনেছে সে জীবনের সম্পদ।
মধ্যবিত্ত ছেলের এই তো সাফল্যের গান,
যেখানে দুঃখ আর স্বপ্ন মিলে রচে ইতিহাস।
প্রতিটি ক্ষুদ্র জয়ের মাঝে বড় সুখ,
মধ্যবিত্ত ছেলের গল্পেই লুকায় ভবিষ্যৎ।