তুমি ছিলে আমার প্রথম রোদ,
মেঘের আড়ালে রঙিন সুর।
তোমার হাসিতে ফুটত আলো,
স্বপ্ন গাঁথত নীলাভ গাঁথা কুঁড়।

তোমার ছোঁয়ায় বৃষ্টি ঝরত,
মন কাঁপত দখিনা হাওয়ায়।
শুধু তোমার কথার মাঝে,
ভালোবাসার ছিলো বাসা গাঁথায়।

সময়ের স্রোতে সব হারাল,
রঙিন দিনও রইল ধূসর।
শব্দেরা থেমে গেল একদিন,
প্রেমের গানও হলো নিঃস্ব।

তবু এখনো চাঁদের রাতে,
তোমার ছায়া আঁকি মনে।
হৃদয় খোঁজে সেই দিনগুলো,
ভালোবাসার নীরব কোণে।

কখনো কি মনে পড়ে তোমার?
স্মৃতির সাগরে ভাসো কি আর?
কখনো কি চোখ বেয়ে নামে,
অশ্রুর মতো সেই পুরনো ভার?

আজ আমরা আলাদা দু'জন,
ভিন্ন পথে চলার পালা।
তবু হৃদয়ে রয়ে গেলে তুমি,
প্রাক্তনের মধুর জ্বালা।