শূন্য হাতে জন্ম, শূন্য পথ পাড়ি,
জীবন এক খাতা, পূর্ণ করো ভারি।
প্রত্যেক শ্বাসে আশা, প্রত্যেক ক্ষণে চাওয়া,
তোমার পথ তোমাকেই, করতে হবে জানা।
জন্ম দিলে তোমায় শূন্য দু'হাত,
তোমার সাধনা গড়ুক স্বপ্নের প্রাসাদ।
তুমি যদি থাকো থেমে, দোষ কার?
নিজেই তো পথিক, নিজেরই বাহার।
সমুদ্রের ঢেউও থামে না তো কোনদিন,
জীবন কেন তবে থামাবে তুমি দিনদিন?
শ্রোতের সাথে বয়ে চলো অবিরত,
মৃত্যুর আগে পূর্ণ করো তীব্র যত।
স্বপ্ন যদি থাকে চেতনার মাঝে,
সফলতা আসবে তোমার দুয়ারে সাজে।
অপেক্ষা শুধু সাহস আর পরিশ্রম,
সফল জীবন রচে মানুষের বংশধর।
মৃত্যু যদি আসে শূন্য হাতে আজ,
জীবন তবে হলো বৃথা প্রলাপ সাজ।
কী দান করলে তুমি এই জগৎ ভূমি?
শূন্যতার মাঝে ফোটাতে হবে তুমি।
জীবন হলো যুদ্ধ, সফলতার লড়াই,
সফল না হলে তো হেরে যাবে ভাই।
তোমার কর্মই তোমার পরিচয় রাখে,
দুনিয়া তোমায় স্মরণে হৃদয়ে আঁকে।
তাই শূন্য হাতে শুরু, শূন্য হাতে শেষ,
মাঝে তোমার শ্রমই করবে আকাশ স্পর্শ।
জীবনটা যদি হয় সংগ্রামময় ছবি,
তবে সফলতা তোমার হবে সত্যি কবি।
সুখে বা দুঃখে, মরণ আসে সবার,
কিন্তু কর্ম তোমার নাম রাখে বারবার।
তাই শূন্য হাতে শুরু, শূন্য পথে ধাও,
সফল জীবনের সুর, প্রতিটি ধাপে গাও।