জন্ম যদি হতো আমার
তিরিশ কিংবা বত্রিশে,
ভাষার জন্য যুদ্ধে যেতাম
ছাত্রদের সাথে মিশে।
যুদ্ধে যদি মরতাম আমি
পুলিশের গুলি খেয়ে,
স্মরণে আমার পুষ্প দিতে
একুশে খালি পায়ে ।
কোনো ভাবে গুলি যদি
মিস হয়ে যেতো,
একাত্তরে যুদ্ধ করতাম
বীর সৈনিকের মতো ।
জয় বাংলা বলতাম আমি
উঁচু করে শির,
যুদ্ধ করতাম দেশের জন্য
এখন বলতে বীর।
জন্ম যদি হতো আমার
তিরিশ কিংবা বত্রিশে,
আফসোস থেকে গেলো
ভাবছি বসে বসে ।