মহিষাসুর মহিষাসুর কোথায় আছিস তুই ?
এই তো আমি পুকুর পাড়ে মারছি কাতলা রুই।
বাদ দে ওসব জলদি করে মর্ত লোকে আয়
কাল যে ষষ্ঠী পূজা হবে তোর কি মনে নাই ?
না না না যাবো না আর মর্ত লোকের পানে
মর্ত বাসী খুবই খারাপ হিংসা শুধু মনে।
মারবি আমায় মারেক আরো তাতে ক্ষতি নাই
তাই বলে কি গালি দেবে আমার কি কান নাই ?
অসুর বলে টিটকারি দেয় সকল  মর্ত বাসী
আমায় দেখে  তাদের নাকি পায় অট্টহাসি।
অসুর লোকের রাজা আমি মহিষাসুর নাম
গালি খেতে মর্তে যাবো খায়ে নেই কাম!
হায় হায় হায় বলিস কিরে পাগল হলি নাকি?
শেষ সময়ে এসে তুই এমন দিলি ফাঁকি ?
তুই না গেলে দূর্গাপূজা কেমন করে হবে ?
অসুর ছাড়া দূর্গাপুজা হইছে বল কবে ?
কোনো কথা শুনবো আর যাবি কিনা বল ?
যেতেই হবে শুনবো নারে যতই করিস ছল।
ধুর ধুর ধুর ভাল্লাগে না এত সাধা সাধি
মারছিলাম রুই কাতলা এসে দিলি বাধি।
মর্তবাসীর কথা শুনলে জ্বলে ওঠে গাঁ
আমারে ছাড় এইবার তু্ই এরে নিয়ে যা
নাম যে তার করোনাসুর দেখতে শান্তশিষ্ট
রাগবে যখন সব কিছু করে দেবে নষ্ট
টেনশন নেই আমার কাছে আছে যে ত্রিশূল
এক খোঁচাতে শেষ করবো করলে কোনো ভুল।
থাক তুই গেলাম আমি মর্ত লোকের দিক
ওই পাশেতে ঘোটক মশাই দাঁড়িয়ে আছে ঠিক।
দুর্গা তো জানে না করোনা কি জিনিস
ঢাল, তলোয়ার, ত্রিশূলে হবেনা ও ফিনিস।