দুজন প্রেমিক প্রেমিকার সম্পর্ক
               গুপ্তচর আর অপরাধীর মতো--
গুপ্তচর সরাসরি তাকাতে পারে না অপরাধীর চোখে
তবু অনুসরন করে সর্বক্ষণ তাকে,
পাহাড়ায় রাখে নির্জনে,গোপনে,ভিড়ে,নিঃসঙ্গতায়..
অপরাধীও নিজেকে লুকিয়ে রাখতে চায়
গুপ্তচরের তিক্ষ্ণ দৃষ্টি থেকে বাচিয়ে বাচিয়ে..
তবু ধরা পরে যায় গুপ্তচরের কাছে।
অপরাধীকে আর কেউ চেনে না
গুপ্তচরের দৃষ্টি দিয়ে,গভীর তদন্তের মতো করে--
তার কাছে অপরাধীর সকল পরিচয়, রুপভেদ
গোপন কথা, মনের খবর,
চোখের ভাষা, ঈশাড়ার শব্দার্থ, বেদনা,
রোজ অপরাধী সেজে থাকার অকথিত কারণ...
এ তাদের সমাজবিধীর দীর্ঘদিনের শত্রুতা--


সেই গুপ্তচরের দৃষ্টি দিয়ে যদি দেখি--
তাদের সম্পর্কের রহস্য তূলনায়
আমরা সেই প্রেমিক প্রেমিকা।
দীর্ঘ তদন্তের পর জেনেছি,
চোখে চোখ রাখা অত সহজ নয়
যতবার তাকে দেখেছি--
আমি জানতে পারিনি কোনোদিন
সে আমাকে দেখা দিতে এসেছিল কিনা!
যতবার সে দেখা দিতে এসেছে
সে জানতে পারেনি কোনোদিন
আমি তাকে দেখেছি কিনা....