একদিন আকাশের বুকে সব নক্ষত্র মুছে যাবে,
                             রোজ রোজ যেভাবে
ঘিরে ধরেছে রোগগ্রস্থ পৃথিবীতে জটিল ধোঁয়াসা;
                  তবুও থেকে যাবে ভালোবাসা,
                       কিছু অবশিষ্ট না থাক আর।এখনো শব্দ-রোজা পালন করা বোবা মুখে তোমার,
মুমূর্ষ রোগীর কানে প্রাণশক্তি উজার করা-
                                       আকাশবাণি;
                            এখনোও আমি জানি--
সুস্থ শঙ্খচিল উড়েছে বিষাক্ত বায়ুস্তরের বুক চিরে,
   দুষিত পৃথিবীর বুকে সে আর আসেনি ফিরে।
হয়তো ভয় পেয়েছিল পৃথিবীর নিয়মিত বিদ্রোহে!
সেই বহির্গত চিল লুকিয়েছে সুরক্ষিত কোনো গ্রহে,
        ফিরে এসেছিল শকুন শকুনি দলে দলে;
      শঙ্খচিলের চেনা অশ্বা আজ মৃত্যুর কবলে
সেও চির পক্ষীরাজ রুপে উড়ে যেতে চেয়েছিল-      
                                    শঙ্খচিলের সাথেই
           ফিরে দেখেছে তার কোনো ডানা নেই।
  আজ সে মৃত, খাদ্যে পরিণত শকুনের শিকারে;
এখনো জানি পৃথিবী এভাবেই নিঃশ্বেস হতে পারে--
    তবুও আমরা শেষ হবো না এক দৃঢ় বিশ্বাসে,
যে বিশ্বাস নিয়ে মৃত্যুমুখি অশ্ব থেকেছে চেনা অসুস্থ-                    
                                         অশ্বার পাশে;
   একটি মৃত্যুর কারণে পরিচিত আরেকটি মরণ--
  একটি জীবনের তরে আরেকটি জীবনের বিবরণ,
                          সে বিবরণে দুটি হাতে
      সমস্ত জাগরণ তুলে দেওয়া কঠিন অপঘাতে
হয়তো সেদিন দূর্দসার বুকে গভেষক যাদুকরের-    
                                   মুখেও চরম হতাসা তবু শান্তির দুটি শরীরে থেকে যাবে ভালোবাসা...