মাটির ভিতর শিয়ালের চালা তৈরির মতো;
ক্ষারী বেদনা নিয়ে অনেক মাস চলার পর
একটি কদর্য শূকরীর ডিম--
খসে গেল, কয়েকজন অন্ডভোজীর সম্মুখে।
         গতবছর তারা এমনই ডিম খসা দেখেছে,
আয়ুর্বেদিক রেলগাড়ির কামড়ায় এসেছিল
অনেক হরিণী-শিশুর সাথে দশটি বিশ্রী শূকরী-সন্তান
তাদের নোংরা দেহে--
প্রবালের মতো অলংকার সৃষ্টির কোনো বৈশিষ্ট্য নেই
তবু ডিমের ডিটারজেন্ট শুদ্ধতা,
আর ডিমের প্রতি শূকরীর
কোন সৌখিন মেয়ের শীতকালীন ত্বকের যত্ন দেখে
দলীয় কয়েকটি তৃণভোজী ভাবে--
শিশুদের প্রস্ফুটনের পর সামান্য আশ্রয়ের কথা।
আর কিছু শূকরের বাচ্চা ভাবে--
অপূর্ণ ডিম ভেঙে দিয়ে,
সম্বরা সহযোগে সুস্বাদু বনভোজনের কথা।



                 (নারীবিষয়ক)