এখন আমরা হয়ে গেছি বাত পতাকার মতো,
         শুধু বুঝতে পারি বাতাসের উগ্র বেগ
         কীভাবে সাইক্লোনে রুপ নিয়ে চলেছে;
         বা ব'লে দিতে পারি এক ঘূর্ণিঝর-
কোন সমুদ্র থেকে এসে মিশে যাবে
                             কোন মহাদেশে;
জানতে পারি না--
        যাত্রাপথের ক্ষয়ে সঞ্চয়ে রেখে যায়
    কত বার্খান-বালিয়াড়ি-ইন্সেলবার্গ-ইয়ারিদাং;
জানতে পারি না--
যে বাতাস
   পাল তোলা জাহাজকে ঘরে ফিরিয়ে আনে;
সেই বাতাসে কীভাবে কিছু নিঁখোজ জাহাজ!
আন্দাজ করতে পারিনা--
    আগামীর কোন বাতাস একদিন
              কালবৈশাখির রুপ নিতে চলেছে..
            জানলে, হতাম না বাতপতাকা,
           হতাম না বাতাস পরিমাপের যন্ত্র;
হতে পারতাম এমন কোনো যন্ত্র,
                  যেখানে সমস্ত ঝর থেমে যায়।


তবু পারিনা,
      এই জীবনের অজানা হঠাৎ উগ্র বাতাস
আমাদের বাত পতাকার ডানা ক'রে রাখে।
যারা একে অপরের পিছনে ছুটে চলেছে সারাজীবন;
যদিও তারা জানে
         দেখতে পাওয়া যাবে শুধু,
                  একে অপরের
           স্পর্শ হতে পারবে না কোনোদিন...