তাকে শেষ প্রশ্ন করি,
             খুব সহজ প্রশ্ন নয়-
--''কেন আমি যোগ্য
তোমার যোগ্যতম প্রিয় সামগ্রীর পাশাপাশি?''


     সে দিল আরও কঠিন জবাব-
--''তাদের মধ্যে পার্থক্য খোজা কঠিন..
কে বেশি সুন্দর!
কার কাছে আমি বেশি মূল্যবান!
কে আমার কাছে বেশি প্রিয়!
যর কে প্রথমে দেখে যরা কে কম মনে হয়-
যরাকে প্রথমে খুজে পেলে যর ছোটো হত,
যর চলে গেছে তবে যরাকে পেয়েছি
যর থেকে যরার সৃষ্টি বলা যায়..
বা যরকে হাড়িয়েছি যরাকে পেতে
হয়তো যরার জন্যই যরের সৃষ্টি!
হতে পারে যরা আগে ছিল যর রুপে
বা তারও আগের কোনও যরা থেকে যরের সৃষ্টি;
যরা থেকে সৃষ্টি হয়ে পরবর্তী যর আসতে পারে,
আগামীর যরা থেকে পরবর্তী যরায় রুপান্তর হয়ে
সমস্ত জীবনে আমার যর ফিরিয়ে দিতে.....''