রোদ বৃষ্টি আর ঝড়ের মাঝে
একটু একটু করে,
মন উড়ে যায় নীল আকাশে
দুর থেকে বহু দুরে।


টিপ টিপ টিপ বৃষ্টি পড়ে
ঝরে গাছের পাতা,
তোমার কথা পড়লে মনে
দেখি হৃদয়ের খাতা।


রিম ঝিম ঝিম বৃষ্টি কণা
দেয় ভিজিয়ে আমায়,
বৃষ্টির মাঝে ভিজি আমি
মনে পড়ে যে তোমায়।



রোদ বৃষ্টি আর ঝড়ের মাঝে
পাখ-পাখালির গানে,
মন যে আমার নেচে উঠে
ভালবাসার টানে।


মনে পড়ে তোমায় শুধু
রোদেলা দুপুরে,
রিম ঝিম ঝিম শব্দ শুধু
হয় যে নুপুরে।


নুপুর পায়ে ভিজবো আমি
বৃষ্টি তোমার ছোয়ায়,
ভুলতে আমি পারিনা যে
বৃষ্টি তোমার মায়ায়।


মন মাতানো বৃষ্টি কণা
দেয় ভিজিয়ে যখন,
মনটা আমার হাত ছানি দেয়
ভালবাসায় তখন।


বৃষ্টি শেষে দুর আকাশে
সূর্য যখন ওঠে,
এই মনেতে খুশিতে আজ
ভালবাসার ফুল ফোটে।


বৃষ্টি তোমার ছোয়ায় আমার
মন ভরিয়ে দাও,
বৃষ্টি তুমি তোমার মাঝেে
আমায় আপন করে নাও।


রোদ বৃষ্টি আর ঝড়ের মাঝে
হারিয়ে যায় আমি,
বৃষ্টির মাঝে লুকিয়ে রবো
আড়ালে রেখ তুমি।


বৃষ্টির মাঝে ভিজবো আমি
মনে ছিল বড় আশা
তাই কবিতার নাম দিয়েছি
বৃষ্টি ভেজা ভালবাসা।