প্রথম যেদিন দেখে ছিলাম
তোমায় রেল লাইনের ধারে,
এই মনে হায় প্রেমের ফুল
ফুটলো ধীরে ধীরে।


যখন দাড়িয়ে ছিলে একা তুমি
উদাস উদাস মনে,
দূর থেকে তায় চেয়ে দেখি তোমায়
আমি প্রতি ক্ষণে ক্ষণে।


প্রথম দেখায় প্রেমের ছলে
ছোট্ট একটা ভুল,
এই ভুলের মাঝে ফুটলো মনে
ভালবাসার ফুল।


ফুল বাগানে ফুল ফুটেছে
পড়েছি আমি প্রেমে,
তোমার ছবি রেখেছি বেঁধে
এই হৃদয়ের ফ্রেমে।


সেই ছবি দেখে পাগল আমি
পাগল আমার মন,
এই পাগল মন তোমায়
খোঁজে সারাক্ষণ।


আমায় নিয়ে করেছ তুমি
প্রেমের আয়োজন,
তাইতো তোমায় এই জীবনে
বড় প্রয়োজন।


তোমায় আমার লেগেছে ভালো
করেছি আমি প্রেম,
ভেবনা আমি তোমায় নিয়ে
খেলবো ভালবাসার গেম।


হাজার লোকের ভিড়ে আমি
তোমায় খুঁজে চলি,
কত ভালবাসি তোমায়
কেমন করে বলি।


ভাসিয়ে দিলাম নীল আকাশে
ভালবাসার তরী
তার বুকেতে রাখবো মাথা
হবো আমি তারি।


এই বুকেতে যতন করে
রাখবো তোমায় আমি,
একটু খানি ভাল যদি
বাস আমায় তুমি।


আর কিছুতো নেইতো বলার
সুখে থাকে তুমি,
তায় তোমার মাঝে লুকিয়ে রবো
বাসবো ভালো আমি।


তোমার জন্য এই দুটি চোখ
আমার শুধু কাঁদে,
অবশেষে তায় পড়েছি আমি
তোমার প্রেমের ফাঁদে।