"তুমি আমাকে ভুলে যাওয়ার চেষ্টা করো
আমাকে কখনোই পাবে না!
হঠাৎ সবকিছু এলোমেলো হয়ে গেলে
তুমি ভেঙে চুরমার হয়ে যাবে,
আমি সেটা কখনোই চাইনা ;
আমি চাই তুমি যেখানেই থাকো ভালো থাকো! "
প্রার্থনায় ছিলে তুমি আর প্রার্থী আমি
ভালোবাসার কি এখানেই শেষ?
না, এখান থেকেই শুরু প্রিয় -
এর আগে যতটুকু ভালোবাসাবাসি হয়েছে
সেটা প্রয়োজনের তুলনায় খুবই অল্প।
তোমার আর আমার কাছাকাছি থাকার-
প্রভেদ যদি হয় চাকরি, সহায় সম্পত্তি!!
তোমাকে পাওয়া হয়েছে তার আগেই
যেমন করে তোমায় পেয়েছিলো ভোরের শিশির,
খোলা আসমান আর মাধবীলতা।
তুমি হীন ভাবনাটা আমাকে যন্ত্রণা দেয়
আমাকে কুড়ে কুড়ে খায়;
স্মৃতির গহ্বরে চূর্ণবিচূর্ণ হই প্রতি মুহুর্তে
একা হয়ে যাই বসুন্ধরায়!!
জীবন মানেই তো তুমি
তুমি হীন একলা আমি!
যেন নিঃশ্বাস হীন একটা দেহ
সৎকারের অপেক্ষায় মাটির উপর গড়াগড়ি খায়।
তবুও আশায় বুক বেঁধে আছি
ভুল করে যদি কখনো ডাক আসে!
যদি আমাকে প্রয়োজন হয় তোমাকে ভালো রাখার
আমার প্রার্থনায় তুমি ;
তোমাকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার প্রার্থনা
তবু ভয় হয়
একদিন সব হবে ; হয়
শুধু থেকে যায় বেদনা
আর এক বুক আক্ষেপ!!
এক আকাশ বাঁধা পেরিয়ে পথ চলা যায়
কিন্তু পথের শেষ হয়ে গেলে যায় না!
তুমি আর আমি মিলে আমরা
স্বপ্ন আর বাস্তবতার ফারাকও আমরা!
তুমি স্বপ্ন আর আমি বাস্তবতা।।