নক্ষত্ররাজি শত আলোকবর্ষ দুরে
পৃথিবীর আকর্ষণে তাদের হাতছানি।
তোমার আমার দুরত্ব
আজ নক্ষত্রের দুরত্বকে হার মানায়!!!
একপাক্ষিক ভালোবাসাটা রয়ে গেছে তবু হাতছানি নেই.....
আমাদের মাঝে দু-পক্ষীয় চুক্তি হয়েছিলো
কিন্তু কার্যকর করতে সাক্ষর করোনি....
সেতুবন্ধনটাই হয়নি কখনো।।
বিধাতা চায়নি তোমার আমার মিল হোক!!
ভালোবাসাটা অপরিণতই রয়ে গেলো!
তবু সময় অতিবাহিত হচ্ছে নিয়মের গন্ডিতে
ভালো থাকাটা আজ অভিনয়!
তোমায় হয়তো কেউ ব্যবহার করছে রাতের অন্ধকারে
দিনের আলোতে যার পরিসমাপ্তি,
তবু ভালো কাটছে তোমার দিন,
ভালো যাচ্ছে সময়গুলোও।
স্বপ্ন সাজাতে ব্যস্ত হয়ে গেছো
ছেলে নাকি মেয়ে; কি নাম রাখবে
নাকি আরো কিছুদিন উপভোগ করতে চাও জীবনটাকে;
আমি একাই হয়তো ভালো নেই ঐসময়টাতে
স্বপ্ন নেই, আশা নেই নতুবা দন্ডের অসারতা
রাত্রীর গায়ে কলঙ্ক আছে তবু ভালোবাসা নেই।
নিরবতা..... আর নিশ্চুপ শহরে বাতি নেই
আলো নেই, চাঁদ নেই, ঝিঝিপোকা নেই!!!
ক্ষুধা আছে খাদ্য নেই,
দু ইঞ্চি জায়গা নেই, তুমি নেই.......
আমি আছি, রাত আছে, হাহাকার আছে
ঝড়ো হাওয়া আছে, জীবীকা আছে
দিন আছে, তবু পুরাতন রাত আছে
সহস্র বছর আগের রাত........!!
রাত সেতো কালের সাক্ষী।।


০৩.০৮.২০১৯
মাধবদী, নরসিংদী।