বাউন্ডুলে জীবনের কোনো অর্থ নেই,
নেই উদ্দেশ্য কিংবা বিধেয়,
বাক্যের সকল গুণ  অনুপস্থিত;
সবচেয়ে বেশী অনুপস্থিত যোগ্যতার।।


সমাসের নিয়ম অনুসৃত নেই কোনো সন্ধিতে,
হৃদয়ের রক্তক্ষরণের নেই বিধিবদ্ধ অনুবাদ;
তবু ছদ্মনাম আছে প্রেমিকার।।


দূরত্ব যেখানে বিভক্তির কথা বলে,
সেখানে উপসর্গ নতুন শব্দ তৈরীতে ব্যর্থ;
সকল বৈপরীত্যের ভীড়ে সমার্থক কে-বা!!


প্রেম বলো কিংবা ভালোবাসা-
এ জগতে কে কাহার?
সময়ের অপেক্ষায় নেই কোনো আত্মা,
আবেগ পুড়িয়েছে যুগে যুগে প্রেমিকের হৃদয়।।


এই ভঙ্গুর হৃদয়ের একমাত্র উপশম-
প্রেমিকার উষ্ণতা মাখা আলিঙ্গন।।