চারু,
অভিমানী হৃদয়ে আজ তোমার আকুতি
অন্তরের সদ্য প্রস্ফুটিত পুষ্পের হঠাৎ ঝরে যাওয়া,
বুকের বাম পাশটাতে হঠাৎ রক্তক্ষরণ
জীবনের গোধূলীতে তোমার অপেক্ষা
সবই যেন জীবনের নিয়মে ঘটছে।।
চারু,
তুমি কি জানো, তোমায় আমি কোথায় রেখেছি?
তাজমহলের প্রতিটি কংক্রিটে যেমন
এক একটি তাজমহলের প্রতিমূর্তি আঁকা
তেমনি আমার দেহের প্রতিটি কোষে তোমার নাম খোদাই করা।।
চারু,
তুমি আমার কল্পনা জুড়ে
তুমি আছো সকালের শিশিরভেজা দূর্বাঘাসে
আবার গোধূলীর লালরঙা সূর্যটাও যে তুমি,
তুমি আছো সন্ধ্যায় নীড়খোঁজা ডাহুক আর
মেঘের আশীর্বাদে প্রস্ফূটিত কদমের স্নিগ্ধতায়।
শহরের ল্যাম্পপোস্টের আলোয় উজ্জ্বলিত তোমার শরীর
বখাটে যুবকেরা চেয়ে থাকে নিষ্পলক
অবলোকন করে তোমার বুক
আর নগ্ন কল্পনার অন্তরালে নিজেকে হারায়
সেখানে আক্রান্ত তুমি।
তারই পশ্চাতে বসে থাকা কোন যুবকের লালিত পবিত্র স্বপ্ন তুমি,
কোন প্রত্যাখ্যাত মানবের হৃদয়ের অন্তর্জ্বালা তুমি
যার শরীরে নিকোটিনের অবাধ বিচরণ
যার জীবনে বেঁচে থাকার ইচ্ছাটাও আজ মৃতপ্রায়।।


১৯.০২.২০১৮
হবিগঞ্জ।।