কথারা পসরা সাজিয়ে বসে আছে
আলোজ্বলা রাত আর
নিয়ম মেনে কাটাকুটি খেলা  
দেখা নেই
কথা নেই
এই আসে, এই নেই
চোখ জ্বলে তবু ঘুম নেই,
ক্লান্তি আর হতাশা জুড়ে ঘুম
তবু দেখা নেই,
দুইটা তিনটা এরপর ভোর
ঘুম নেই আছে ঘুমের ঘোর।।  


জোর করে অভিনয়
আলো রেখে আঁধারে
নিঃশব্দে চোখ কাঁদে
বুজলে ঘুম নেই,
নেই নেই কিছু নেই
ঘুম ছাড়া গতি নেই।।

অফিসে ঝিমানি
বাইরে জ্বালাপোড়া
অনুভূতি শুণ্য,  
মাথাটা ধরে যায়
কাজে যেন মন নাই
সবকিছু গৌণ।।


চাই চাই ঘুম চাই
কাজে দিতে মন,
ঘুমে যেন সব পাই
স্বাস্থ্য ও সুস্থ জীবন।।  


১০.০৩.২০২০
রিয়্যাল আইডিয়াল স্কুল, উত্তর শাহজানপুর, ঢাকা-১২১৯।