আকাশে তারা আর আমি কেবল জেগে আছি
চাঁদ নেই আজ।
গাছ, পাখি আর অট্টালিকারা ঘুমিয়ে পড়েছে
চারিদিকে শুনশান শব্দ,
ইলেক্ট্রিসিটিও জেগে আছে আমার মতোই।
নিশ্চুপ শহর আর ঝিঝি পোকা
মশারা রাতে ঘুমায় না
রাত মানেই রক্তের নেশা!!
কয়েকটা ফুল জেগে আছে ব্যালকনিতে
নিজেকে ফুটিয়ে তোলার অপেক্ষায়।
ঘুমন্ত শহরে এখন সঙ্গম চলছে
নতুন প্রজন্ম উদ্ভাবনে।
মাছ আর শ্যাওলাও ঘুমিয়ে পড়েছে
জলেরা বেশ নিশ্চুপ
কলকলধ্বনি করছে না।
রাত অনেক হয়েছে
কবিতা রচনার সময় হয়েছে,
কবি কুল জাগ্রত হবে এই প্রহরে!!
সঙ্গম চলবে ভোর পর্যন্ত
তারপরেই শুরু হবে জলের কাজ....
মোরগ ডাকলেই সকাল হবে।
নিকোটিন উড়ছে বাতাসে....
সাথে কষ্টগুলোও....
শহরের নিয়ন বাতি খুব উজ্জ্বল দেখাচ্ছে
কিন্তু ভবিষ্যৎ দেখা যাচ্ছে না!!