এক নষ্ট নারী
ভালোবেসে ভুল করেছি...
পাপ করেছি.....
জীবনটা আজ শেষ করেছি।


নষ্ট নারীর ছলনাতে
যেই পড়েছি...
ভালোবাসা খুন করেছি।
হাসতে চেয়ে আজ মরেছি।।


নষ্ট কিরুপ না বলি ভাই
হাটতে গিয়ে পা ফেলা দায়....
পথটাকে আজ শেষ করেছি।
বেশ করেছি...।।


প্রেম বুঝে না...  
কাম খোজে সে,
মনের দামে হাত কিনেছে।
শরীর খেলায় আজ মেতেছে।।


নষ্ট নারী কষ্ট দিয়ে
ভালোই আছে...
খুব মজা পায় কষ্ট দিয়ে।
শরীরটাকে বিক্রি করে।।


জীবন কিসে জীবন হয়
সে বুঝে না...
খুজে শুধু আনন্দ আর ঘুরাঘুরি।
তাতেই সে পায় ধরাধরি!!
নাটক দেখে কান্না করে
তাতেই কি লাভ
হাত পা ছুড়ে?


সময়টাকে বুঝতে শিখো
নষ্ট নারী...
কষ্ট পেলে কেউ রবে না
দৃশ্যপটে...
ভবের প্যাচ বুঝতে হবে
বাঁচবে সুখে ধরীত্রীতে......


নষ্ট নারী, কষ্ট পেয়ে
আর কেঁদো না...... (চারু)


২৭.০২.২০১৯ ইং
অন্তর ওয়ালিদ
মাধবদী, নরসিংদী।