সূর্য পশ্চিমে হেলে পড়েছে
গোঁধুলীর শেষ লগ্নে বসে আছি
মহাকাল দেখার অপেক্ষায়।
মনে হাজারো চিন্তারা খেলা করে
পৃথিবীগত আর ভার্চুয়াল,
পাখিরা ঘরে ফেরে
মেঘেরা পাড়ি জমায় ভিনদেশে।
মেঘের ফাঁকে সূর্যরশ্মি উঁকি মারে
পৃথিবীর প্রান্তরে; বৃক্ষেরা হেসে ওঠে,  
দিনের শেষ আলো প্রাপ্তিতে।
তারপর ঘনিয়ে আসে অন্ধকার,
হাজার বছরের পুরোনো রাত।
এমন রাতের অপেক্ষায় থাকে ডাহুক,
ভালোবাসা জেগে ওঠে কপোত-কপোতির মনে,
পৃথিবী এখানেই শান্ত, শীতল।
কত শত চিন্তারা আমাকে ছারখার করে অহরহ; তবুও শান্তি পাই পৃথিবীর মায়ায়। তাইতো ভালোবাসি রাত্রিকে, ভালোবাসি অন্ধকারকে।।