অনেকেই কবিতা লিখে
মনোযোগ দিয়ে লিখে
ভিতরটা যখন কালো হয় তখন লিখে
কালো হওয়ার গল্প!
স্ক্রল আর ইগনোরে ঢেকে যায় কিছু অজানা গল্প
কিছু বিরহ, কিছু প্রেম আর আক্ষেপ!
আমিও তেমনি একজন কবি
কবিতা লিখি আবার লিখি না
লিখি একটা সাধারণ গল্প
সাধারণ মানুষের অতি সাধারণ গল্প!
ব্যর্থ অর্থে সাধারণ,
সফল মানুষের স্টোরি খুব শ্রুতিমধুর,
রুচিসম্মত আর আগ্রহে পরিপূর্ণ।
আসলেই জানিনা আমি কি লিখি,
তবে জানি কিছু লাইন লিখি
ছন্দ নেই, অর্থ নেই, সুর নেই
লেখার কোনো নাম নেই তবু লিখি!!


সময়- ২.৪৯ এ এম
শাহজাহানপুর, ঢাকা।