পঁচিশ বছরের অধরা অমৃতের স্বাদ
ভালোবাসা বুকে এসে ভর করে।
নক্ষত্রেরা ঘুমিয়ে যায়
বুনো হাতি দৌড়ে জঙ্গল তছনছ করে দেয়,
লাউয়ের ডগায় শিশির জমে
টুপটাপ ফোঁটা ঝরে যায়।
পঁচিশ বছরের অধরা স্বপ্ন জেগে ওঠে
কফির পেয়ালায় চুমুক দিয়ে
এক নির্ঘুম রাত কাটানোর গল্পেরা
জোনাকি পোকার মতো আলো জ্বালিয়ে যায়।
পঁচিশ বছর অপেক্ষা,
কম্বলের নিচে আলো জ্বলে সারারাত
চোখের নিচে কালো দাগ
প্রিয় বন্ধুর দৃষ্টি এড়াতে পারেনা
এন্টার্কটিকার সব বরফ গলে যায়
ডাহুকেরা নিশ্চিন্তে ঘরে ফেরে
আস্থার হাত এগিয়ে যায় বাহুতে
হাওয়া বদলের বার্তা!!
পঁচিশ বছরের অধরা অপেক্ষার অবসান!!


কোটবাড়ি, গাবতলী
১১ই জানুয়ারী ২০২০