আমার বাহুতে তোমার নিদ্রা
তোমার চুলে মুখ গুঁজে একটি রঙিন স্বপ্নের জন্ম
ভালোবাসা তোমার আর তুমিময় আমি
সারাবেলা তুমিতেই ভাবনারা খেলা করে
কখন, কিভাবে আর কোথায়?
প্রশ্নেরা অহর্নিশ ছুটতে থাকে
কখনো বেলকনি, কখনো খাটে চিৎ হয়ে
আবার কখনো বালিশ বুকে নিয়ে উপুর হয়ে
কত শত রাত কেটে যায় ঝিঁঝি পোকার অজ্ঞাতে!
বাবুই পাখির নতুন বাসা তৈরীও একটি স্বপ্ন
শ্রমিকের মতো খাটুনি,
তারপর সাফল্যের দেখা ; কুঁড়েঘর
তবু প্রশান্তির বার্তা।।
তোমার পছন্দে সাদা রঙের ফুলেরা মালা হয়
বেনীতে সেজেগুজে আকাঙ্ক্ষার ফল হয়।
হাতের তালুতে আছড়ে যাওয়া দাগ
হাহাকার মেশা কান্না
ভালোবাসা মাখা চুম্বন
একে দিয়ে পরস্পরকে ছাপিয়ে যায়!!
রাতজাগা তারকারা চেয়ে থাকে
দুটি নিদ্রাহীন শহরে ঘুম খোঁজে
প্রণয়ের স্বপ্নে বিভোর দুটি চোখ
হারিয়ে যায় কথার গভীরতায়।
তুমি আছো বলেই আজও নিয়ম করে সূর্য ওঠে
তুমি আছো বলেই প্রজাপতি পরাগ রেনুতে
তুমি আছো বলেই স্বপ্ন দেখি রোজ।।