কোয়ারান্টাইন,
নিজের ও পরিবারের সুরক্ষার জন্য
স্বেচ্ছায় গৃহবন্দী
নতুন শব্দের সাথে পরিচয়
চৌদ্দ দিনের এক ক্ষুদ্র প্রচেষ্টা
সম্পর্কের পরকাল দেখা
হাতের সাথে দেহের বাকী অংশের শত্রুতা
দেশের অর্থনৈতিক মুক্তিকামী যোদ্ধাদের পরিচয়ে অস্বীকৃতি
বীর্য আর রক্তের সম্পর্কে বিচ্ছেদ
নিম্ন মধ্যবিত্তের চাপা কান্না মেশা আহাজারি
নিম্ন আয়ের মানুষের ত্রাণের অপেক্ষা
প্যাকেট পেলে চুলা জ্বলবে এমন অপেক্ষা
রাজার ঘোষিত ত্রাণে দলীয়করণের থাবা
সাহায্যের নামে পাবলিসিটি
রাজনৈতিক ক্ষমতাসীনদের গৃহবন্দী হওয়ার অভিনয়
সম্পদশালীদের অগ্রিম খাবার সংগ্রহের মতো নিচু মানসিকতা
অসৎ ব্যবসায়ীর করাল গ্রাসে দ্রব্য মূল্যের উর্ধগতি
এমন সংকটময় মুহূর্তে আজ পৃথিবী দাড়িয়ে আছে
আজ পৃথিবীর অসুখ!
ফায়দা লুটছে জাহান্নামির দল!!
জীবন ও জীবীকা যেখানে থেমে গেছে
সেখানে এমন আচরণ সত্যি মানায় না, হে রাষ্ট্র!!
স্বাধীনতা পেয়েছি, পায়নি শুধু সার্বভৌমত্ব 😥
ভালোবাসারা আজ আটকে আছে কফিনে,
ব্যালকনিতে, চায়ের কাপে, হ্যান্ডওয়াশে আর আইসলেশনে
প্রেমিকার জন্মদিন উদযাপন যেন এক আদিক্ষেতা!
পৃথিবীর সচেতন আর উন্নত দেশগুলো
যেখানে মহামারীর ভ্যাকসিন আবিস্কারে ব্যর্থ
বাংলাদেশ সেখানে থানকুনি আর বাঁশের পানির উপর নির্ভরশীল,
সচেতনতা বাঙালির জন্য ট্যাবু
'রেখেছো বাঙালি করে মানুষ করোনি'