শৈশব আজ শুধুই অতীত
হয়না কিছুই আগের মতো,
দলবেঁধে আজ হয়না যাওয়া
ঘুড়ির সুতোয় চিঠির ক্ষত।


আকাশ আজ ডুকরে কাঁদে
চিঠি পাবার আকুলতায়,
শহরটা আজ জ্বলছে দেখো
বিত্তশালীর অবহেলায়।


আগের মতো হয়না এখন
বায়োস্কোপ আর আলিফ লায়লা,
এখনকার ছেলে পুলে
সময় হারায় আলসেমিতে....


শৈশবে সেই পিপড়া খেয়ে
সাঁতার শেখার গল্পটা যে,
আজকে সেটা শুনলে বলে
'রুপকথা আজ চুপ কথাতে'-