কিছু কিছু জিনিস সাধনা করেও পাওয়া যায় না
আবার কিছু পেতে ইচ্ছাশক্তির ও প্রয়োজন পড়ে না।
সাধনা এক পরম বস্তু
যা দীর্ঘ সময়, কঠোর শ্রম আর প্রতীক্ষার ফল।
কিছু জিনিস আছে যা পরোক্ষ চেষ্টায় লাভ হয়ে যায়
যেমন- কবিতা। না না আমি কোন মেয়ের কথা বলছি না,
মানুষের সাধনার ফল - সাহিত্যের কথা বলছি।।
একটা কবিতা নাহয় নাই বললাম
একটা লাইন, একটা ছন্দ বা একটা পর্বই ধরুন
সেটা লিখতে একজন লেখকের
যে কতটুকু শ্রম, সময় ও ভাবনার  প্রয়োজন হয়
সেটা একজন লেখকই বলতে পারে!!
পাঠক বা শ্রোতা, কেমন শব্দ খায়
সেটা খুঁজে বের করা এক একটা যুদ্ধের নাম!! সেই অর্থে
এক একজন লেখক এক একজন শব্দ শ্রমিক......!!
আর প্রত্যেক লেখকের লেখক হয়ে ওঠার পেছনে
একজন মহিয়সী বা প্রতারক নারী অবস্থান করে।
কবি বা লেখকের প্রতিটি লেখা পড়লেই সেটা প্রতীয়মান হয়....
সেই অর্থে প্রতিটা লেখক এক একটা যোদ্ধা!
সম্মান জানাই সেই সব যোদ্ধাদের.........