রাস্তার মোড়ে হঠাৎ দেখা,
নীল শাড়ি, সাদা ব্লাউজ আর
কপালে একটা ছোট লাল টিপ।
সিএনজি থেকে নামছিলো
আমি বাইক করে বাড়ি ফিরছিলাম,
মোড়ের পাশে মিরাকুলাসলি চোখে চোখ পড়লো!
অন্য মেয়ে দেখার মতোই চোখ পড়তেই চোখ সরিয়ে ফেললাম,
সরিয়ে ফেলা মাত্রই টনক নড়লো
"আমি কাকে দেখলাম?" চারু!!
প্রশ্ন নিজের কাছেই
চোখ ফিরালাম দ্বিতীয় দর্শন
হ্যা, তাইতো!! এ অসময়ে কোথা থেকে এলো?
আবার চোখ সরিয়ে ভাবনার জগতে বিচরন শুরু হলো
পাশ ফিরেও তাকে দেখার প্রয়াস...
হাজারবার দর্শন হয়ে গেলো।
এর মাঝে যে সেও আমাকে দেখে অবাক হয়েছিলো
সেটা আমি বেশ ভালো ভাবেই জেনে গেছিলাম।
বারে বারে তার চোখ আর আমার চোখ যেন একাকার!!  
তার সামনে যাবো? এমন প্রশ্নাতুর চোখে তাকাতেই দেখলাম
"ও আমার দিকেই আসছে"
অপ্রস্তুত অনুভূতি প্রকাশ শুরু হলো.....  
বুকের বাম পাশে চিনচিনে ব্যাথা শুরু হলো
সেই আগের মতোই,,,  
মনের মধ্যে কেমন এলোপাতাড়ি রক্তচাপ শুরু হলো
ধুপধাপ করে নিশ্বাসের বেগ বাড়ছে
চারিদিক কেমন অন্ধকার লাগছে....
খুব নার্ভাস লাগছিলো- যদি না আজই তার হাত সারাজীবনের জন্য ধরতে হয়!!
আবার কেমন একটা ভালো ফিল হচ্ছিলো-
বসন্তের দখিনা বাতাস মনের জানালায়
হু হু করে বয়ে যাচ্ছিলো।
গাছগুলো কেমন আছড়ে পড়ছিলো মনের আঙিনায়..


হঠাৎ সে সামনে এসে দাড়ালো,
আমি বুঝতে পারছিলাম না তাকে কি বলবো!
ও আমাকে বললো -' চলো কাজি অফিসে,
তিনজন সাক্ষী প্রস্তুত রেখে এসেছি
যার জন্য জনপ্রতি দু'শ টাকা ডেবিট করতে হয়েছে
সবাই আমাদের জন্য অপেক্ষা করছে।
ওর কথা শুনে খুশিতে আর অপ্রস্তুতিতে
আমার শরীর কেমন ঠান্ডা হয়ে আসছে....


এমন সময় মনে হলো কেউ আমাকে ডাকছে -
" বাবা, বাবা, আর ঘুমিয়োনা ওঠো,
তোমার অফিসের সময় হয়ে গেছে মা ডাকছে"
ঘুম ভেঙে গেলো..... মেয়েকে বললাম,
যাও মামনি, তোমার আম্মুকে খাবার রেডি করতে বলো
আমি আসছি!!!!!!!!!


০৭ জুন, ২০১৯।
মোঃ ওয়ালিদ অন্তর
কলেজ রোড,
মাধবদী, নরসিংদী।