ভালোবাসার পদ্যগুলো আজ গল্প
জীবন সংগ্রামে বিলুপ্তপ্রায় কিছু অনুভূতি
গভীররাতে তাহাজ্জুদের সাথে মিশে যায়
খোদার দরবারে অশ্রু হয়।


ঝিঝি পোকারা তাদের আলো খুজতে গিয়ে দিশেহারা
জঙ্গলে তাদের হন্যে হয়ে খুঁজে কিছু নিশিকাব্য
ছন্দ মিলাতে গিয়ে নিজেই হারিয়ে যায় উপন্যাসের সারিতে
ভালোবাসা বলে কিছু নেই।।


নিকোটিনের ভালোলাগায় হারিয়ে যায় ঠোঁট, মস্তিষ্ক আর সময়
যে ত্রয়ীর হওয়ার কথা ছিলো একটা লেপ্টে থাকা চুম্বন
যার শেষে মিলনমেলা আর খুনসুটি
ভালোবেসে একাকার কিছু নিস্তব্ধ রাত্রি।।


আশাহীন বেঁচে থাকা শঙ্কা জাগায় একটা সুস্থ জীবনের
কিছু আক্ষেপ জমা হয় পর্বতে
অনুভূতিরা আটলান্টিকে এসে চুরমার হয় বরফখণ্ডে
জীবীকা নির্বাহ হয়ে যায় মুখ্য
স্বপ্নগুলো মৃত্যুতে নশ্বর হয়।।


সব শেষ হয়
জীবনের স্বাদ হারিয়ে যায়
প্রিয়তমা অন্য কারো জন্য দরজা খোলে
পাখার নাড়িয়ে ক্লান্ত হয়
অচেনা অজানা আওয়াজে প্রাপ্তি খুঁজে
যেখানে তার প্রাপ্তি দিত একটা আবেগ আর মায়া।।


ঘটে যাওয়া সব ভুলে যায়
একটা মায়ার পর্বত ধ্বসে যায় নিকোটিনের আশ্রয়ে
বেঁচে থাকে শুধু একটা শরীর
আহ! সুখে থাক স্মৃতিহীন যৌবন......


০৩.০৭.২০২১
বউবাজার, বাসাবো, ঢাকা-১২১৪।