কখন ভোরের স্নিগ্ধ আলো
   আমার মুখের কালো
সকলই ধুয়ে গেল।
তিস্তাপাড়ের অরন্য,
বনানী, বিথিকা এত্ত ঝোড়ো হাওয়ায়
ব্যার্থ প্রেমিকের মত চুপ হয়ে যায়।


তেপান্তরের মাঠ, সপ্ত সিন্ধু, আর তেরটি নদী
পেরিয়ে গিয়েছি হেঁটে,   পায় পায়।
তারপর মাছরাঙা দ্বীপ, শুয়েছি সেথায়
কয় হাত জমিন জুড়ে, আপন কবর খানি খুঁড়ে।


একদিন আমার শরীর,   কচিপাতায় গড়া...
ক্লোরোফিলের অভাব, পেট যে খিদেয় মোড়া।
আমার রক্ত ঝরার দলিল,  রক্তেই লেখা হবে
তারা  উজ্জ্বল হয়ে রবে , প্রথম সবুজ বিপ্লবে।


--------------------------------x-----------------------------------