তারা অযুত নিযুত সংখ্যায়, তারা সবাই ধাবমান
গন্তব্য ও উদ্দেশ্য তাদের একটাই, লক্ষ্য তাদের এক।
যে করে হোক, সবল সুস্থ বা নির্বল জড়
সর্বাগ্রে যে দৌড়ে প্রবেশ করতে পারবে...
তারপর দরজা বন্ধ হয়ে যাবে চিরতরে।
বিভিন্ন মতাদর্শের শুক্রাণুরাজি,
দৌড়ায় প্রতিনিয়ত সুযোগের আশায়।


সময়ের জরায়ুতে বাড়ছে যে বিদ্রোহের ভ্রূণ
কোন্‌ অসন্তোষের ডিম্বতে বেঁধেছিল দানা,
কোন্‌ মতশুক্র তাকে করল নিষিক্ত
কে তার খবর রাখে।
সময় যখন সময় মত, প্রসব করে বিদ্রোহ
সবাই বলে এ সন্তান অবৈধ,
হত্যা কর একে পদতলে
শুধু সময়ই কেঁদে চলে।


কোথাও কংগ্রেস কোথাও বি.জে.পি.
কোথাও আমলিক কোথাও বি.এন.পি.
কোথাও জালিয়ানওয়ালাবাগ, কোথাও শহ্‌বাগ
কোথাও বা গোধরা, দুর্বৃত্তরা আজও অধরা।
আল্লা না বড় রাম, তাই চলে অবিরাম
গঙ্গা না গাড়োয়া, সাঁইবাড়ি না হাঁড়োয়া
সময়েরই কোলে বিদ্রোহ বলি হয়
তবু বিদ্রোহ চলে, কুচলিয়ে পদতলে
            আপন মৃত্যুভয়।।