নিদারুন কিছু চেনা গন্ধ গায়ে মেখে
যুবতিটি দাঁড়িয়েছিল চোরা পথের বাঁকে,
   খুঁটিয়ে দেখেছি আয়নায় চোঁখ রেখে;
পূর্ণমাসির আবছায়ায় ক্লিওপেট্রা লাগছিল তাকে।
   কি জানি প্রতিরাতে সে কার অপেক্ষায় থাকে!


  এই শহরের রাস্তাশিরা উপশিরায়
কত রক্তবিন্দু গাড়ি ঘোড়া দৌড়ায়।
  কেউ কি সে ললনার কোনো খবর রাখে
কোথা চলে যায় সে, কোথায় বা থাকে?
  এ শহরটার প্রতিদিন ব্লাড প্রেসার বেড়ে যায়
অন্ধকার কি তার হিশাব রাখে নিষিদ্ধ বেলায়।


তারপর একদিন রাজপথে দাউদাউ জ্বলছে গাড়ি
  সাধুর চেহারায় দেখি দাঙ্গার বিচরণ বাড়ি বাড়ি।
শহরের আকাশ জুড়ে ওড়ে শুধু আগুনের ফুলকি
  কোলকাতার বুক জুড়ে আঁকা হয় দাঙ্গার উল্কি।
সেদিনও দাঁড়িয়েছিল সে তরুণী ললনা
  লুটে নিল সব তার, আড়ালে ধর্মের ছলনা;
কল গার্লের আবার রেপ কি! দুষ্কৃতিদের কোনো শাস্তিও হলনা।