হে কল্পিত নারী  তোমার জল্পীত প্রেম সুধা
আমি নিয়ে ঘুরে ফিরি,
আলো আঁধারি মায়ায় তোমার মুখখানি দেখেছি আধা।


সেই কবে তোমার বুকে আমার উষ্ণ ওষ্ঠ যুগল
কেউ বা তোমায় করল উপভোগ,
কেউ বা আমার মত প্রেমে মজে হল যে পাগল।


কে বলেছে তোমায়, তিনশতক্রমী তুমি অশীতিপর বৃদ্ধা
নিজ রূপ মোহযশে চিরযৌবনা তুমি তিলোত্তমা
তোমার রূপের ছটায় আপন মোহমায়ায়, লাস্যময়ী কামনায় সমৃদ্ধা।


তুমি তো ভগিনি নও, মাতা নও, নও ভর্তৃকা, নও তুমি দুহিতা
তোমার রূপেতে ম্লান স্বর্গের রম্ভা মেনকা ঊর্বশীর চপলতা
হে আমার আদি অনন্ত প্রেয়শী
তোমার ৩২৫ তম বসন্তে, আমি পূর্ণমাসী শশী
দ্রবীভূত প্রেমময়ী প্রেয়শী তোমাতে, তুমি কঠিন পেলব কোমলতা
তুমি ভোগ, তুমি প্রেম, তুমি চুড়ান্ত আদর,
হে স্বর্গ নন্দিনী, সহস্রের মাঝে তুমি, আমার তিলোত্তমা কলকাতা।।
-------------------------X-------------------------
পাদটিকা :  কলকাতা পৌরসভার মতে, আজ আমার প্রাণের প্রিয় প্রেমিকা
         শহর কলকাতার ৩২৫ তম জন্মদিন। এতদ উপলক্ষে সকল কলকাতা
        বাসীকে আন্তরিক ভাবে জানাই হৃদয়ের উষ্ণ অভিনন্দন।
        এবং সারা বিশ্ব ব্যাপী যত কলকাতার প্রেমিক আছেন তাদের সকলকে
        আমার তরফ থেকে হার্দিক ভালোবাসা।